সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে টোকাইয়ের কব্জি বিচ্ছিন্ন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে টোকাইয়ের কব্জি বিচ্ছিন্ন 

মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব নামের এক টোকাইয়ের ডান হাতের কব্জি থেকে আঙুল উড়ে গেছে। এছাড়াও তার বাম হাত ও তলপেটে আঘাত পেয়েছে। আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে। রোববার (৮ ডিসেম্বর) মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামপুর বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা একটি ছেলে বিস্ফোরণে আহত হয়েছেন। তবে কি? বিস্ফোরণ হয়েছে তারা বলতে পারছে না।
 
আহত সজিব জানান, ময়লার ভাগাড়ে আমি সাদা বলের মতো একটি বস্তু পাই। পরে টান দিলে ফুটে সেটা ফুটে গেছে। সজিবের পিতা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি। আমার সঙ্গে রয়েছে দুই ছেলে। তবে আমি জায়গাটি চিনি না। কি বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গে আঘাত রয়েছে। অবস্থা খুবই সংকীর্ণ। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

এ বিষয়ে সদর থানায় তদন্ত ওসি সজিব দে বলেন, আমি বিষয়টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখছে। 

টিএইচ